ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং জাপানের গেøাবাল স্পিরিচুয়াল অর্গানাইজেশন ‘হ্যাপি সায়েন্স’-এর যৌথ উদ্যোগে আজ ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার আর্টস অডিটোরিয়ামে “ Think Big—How to get spiritual success in your life: A Japanese way of thinking ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন।
আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘হ্যাপি সায়েন্স’ দক্ষিণ এশিয়ার হেড মিনিস্টার ও রিজিওনাল ডিরেক্টর রেভ. তাতসু সাতো। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়