বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয় পরিবারসহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
আজ ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, “পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় আমরা সকলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করব, সারা দেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের মঙ্গল কামনা করব। এ বছর থেকে বাংলা নববর্ষে ভিন্ন একটি মাত্রা যোগ হয়েছে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের কাছে স্বীকৃতি দিয়েছে। এতে করে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক- এটাই কামনা করি।”
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়