মহান ভাষা আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, চর্চা ও প্রসারে সবসময়েই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কাজে বাংলা ঐতিহ্যের অনন্য বাহক বাংলা সন ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কাজে ইংরেজি/খ্রিস্টীয় সন ও তারিখের পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার করার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়