ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রেস ম্যানেজার মো: বজলুল হক হাওলাদার গতকাল ৯ এপ্রিল ২০১৭ রবিবার বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
বজলুল হক হাওলাদার-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, বজলুল হক হাওলাদার বিশ্ববিদ্যালয়ের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বজলুল হক হাওলাদার ১৯৩২ সালের ১০ ডিসেম্বর পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়