কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য “৪র্থ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবী বিতর্ক প্রতিযোগিতা”য় ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ-এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি বিতর্ক প্রতিনিধিদল কাতারের উদ্দেশ্যে আগামী ৬ এপ্রিল ২০১৭ যাত্রা করবে। যাত্রার প্রাক্কালে প্রতিনিধিদলের সদস্যরা আজ ৩ এপ্রিল ২০১৭ সোমবার অপরাহ্নে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ মাহমুদ নজীব (২য় বর্ষ), আখতার হোসাইন (৩য় বর্ষ), ফাহিম বিল্লাহ (৩য় বর্ষ) এবং আব্দুল্লাহ বিন আকিল (২য় বর্ষ)।
কাতার ফাউন্ডেশনের আয়োজনে এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ৮৬টি দল আমন্ত্রিত হয়েছে। বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক দল প্রথমবারের মত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রতিযোগী দলের সাফল্য কামনা করেন।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য “৪র্থ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আরবী বিতর্ক প্রতিযোগিতা”য় ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ-এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি বিতর্ক প্রতিনিধিদল কাতারের উদ্দেশ্যে আগামী ৬ এপ্রিল ২০১৭ যাত্রা করবে। যাত্রার প্রাক্কালে প্রতিনিধিদলের সদস্যরা আজ ৩ এপ্রিল ২০১৭ সোমবার অপরাহ্নে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করে। (ছবি : ঢাবি জনসংযোগ)