হাতে-কলমে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৭ জন শিক্ষকসহ ১৪০ জন শিক্ষার্থী গতকাল ২৯ মার্চ ২০১৭ বুধবার প্রথম বারের মতো দিনব্যাপী নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। প্রকল্প কেন্দ্রের উন্নয়ন সম্পর্কিত বিষয় সম্পর্কে ধারণা প্রদান করেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী ইউরি খুশলভ এবং প্রকল্প পরিচালক ড. মো: শৌকত আকবর। আগামী আগস্ট মাসে ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ভিভিইআর রিএ্যাক্টর এর মূল বিল্ডিং এর নির্মাণ কাজ আনুষ্ঠাানিকভাবে উদ্বোধন করা হবে এবং ২০২২ সালে একটি রিএ্যাক্টর থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১১ সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্ঘটনাকে কেন্দ্র করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে সরব আলোচনা হওয়ায় অনেকের মনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সৃষ্টি হয়েছে একটি মিশ্র প্রতিক্রিয়া। পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কী ধরণের সাইট হওয়া উচিত, জনবলের প্রয়োজনীয়তা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মানুষ ও পরিবেশের জন্য কতটা নিরাপদ? পরমাণু দুর্ঘটনা, তেজস্ক্রিয়তা, পারমাণবিক বর্জ্য ও ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে হাজারো প্রশ্ন রয়েছে মানুষের মনে।
পরিদর্শনকালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে যথেষ্ট ইতিবাচক ধারণা জন্মেছে এবং কতিপয় নেতিবাচক ধারণাও দূর হয়েছে। পরমাণু বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলমনস্ক সঠিক জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ হয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠতে এ ধরণের শিক্ষা সফর অত্যন্তগুরুত্ব পূর্ণ ভুমিকা রাখবে বলে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অভিমত ব্যক্ত করে।
---------------------
ড. মো: শফিকুল ইসলাম
চেয়ারম্যান
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন: ০১৭১২০৪২৪৮৩