জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের দটিএফপি ফটোগ্রাফি ক্লাব’র উদ্যোগে আজ ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে দ’ুদিনব্যাপী ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান রিফফাত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সংক্ষিপ্ত জীবনে জাতির জন্য যে অবদান রেখে গেছেন তা বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের জন্ম এবং তার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সর্বোপরি সামগ্রিক অগ্রযাত্রার কৌশল তৈরি করেছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অস্তিত্ব অমোচনীয়, অস্বীকার করার উপায় নাই। বাঙালী জাতির নিঃস্বাসে প্রশ্বাসে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর অস্তিত্ব বিরাজমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: হিমেল খান এবং আলোকচিত্র সহযোগিতাকারী প্রতিষ্ঠান জার্নি’র চেয়ারম্যান শারমিন নিপা। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ে তোলা প্রায় ৮০টি উল্লখেযোগ্য আলোকচিত্র স্থান পেয়েছে।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ফটোগ্রাফি ক্লাব-এর উদ্যোগে দু’দিনব্যাপী ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। ছবিতে উপাচার্যকে উদ্বোধনী বক্তব্য প্রদান করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের ফটোগ্রাফি ক্লাব-এর উদ্যোগে দু’দিনব্যাপী ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের শহীদ মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। ছবিতে উপাচার্যকে আলোকচিত্র পরিদর্শন করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)