ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ ও শান্তিনিকেতনের শিক্ষা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে এক চিত্রকলা বিষয়ক কর্মশালা আজ ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। চারুকলা অনুষদের লেকচার থিয়েটার ভবনের হলরুমে ৯দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করবেন স্বনামধন্য শিল্পী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক নন্দদুলাল মুখোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ময়নুল আবেদিন এবং এতে সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ ও শান্তিনিকেতনের শিক্ষা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে এক চিত্রকলা বিষয়ক কর্মশালা আজ ৯ মার্চ ২০১৭ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। চারুকলা অনুষদের লেকচার থিয়েটার ভবনের হলরুমে ৯দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। ছবিতে অতিথিদের সাথে কর্মশালায় অংশগ্রহণকারীদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)