ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক অধ্যাপক খাদিজা খাতুন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ২৭ ফেব্রæয়ারি ২০১৭ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্ল¬াহি ............. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক খাদিজা খাতুনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক খাদিজা খাতুন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক ছিলেন। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ সোমবার বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় মরহুমার নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়