ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর উদ্যোগে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে “নারীর প্রতি সহিংসতা রোধে ইয়ুথ ক্যাম্পেইন” শীর্ষক এক আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেন, ঘরে-বাইরে নারীরা নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। তাই নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এবং অধিকার আদায়ে যার যার অবস্থান থেকে লড়াই করতে হবে এবং যুবসমাজকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বলে তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক ওয়াহিদা ইদ্রিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গত ২৫ নভেম্বর ২০১৬ থেকে শুরু হওয়া ১৬ দিনের প্রচারাভিযানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল এই ক্যাম্পেইন। ক্যাম্পেইন চলবে আগামী ১০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ-এর উদ্যোগে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় আজ ২৯ নভেম্বর ২০১৬ মঙ্গলবার অপরাহ্নে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে “নারীর প্রতি সহিংসতা রোধে ইয়ুথ ক্যাম্পেইন” শীর্ষক এক আলোচনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)