ঢাকা বিশ^বিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দফতর, শ্রেণিকক্ষ সংস্কার এবং আধুনিকায়নের প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হওয়ায় এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৬ জুন ২০১৬ সোমবার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দফতর ও শ্রেণিকক্ষ উদ্বোধন করেন।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের সভাপতিত্বে কলা অনুষদের ডিন অফিসের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন, রহিম আফরোজের কোর নলেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুবাশ্বের মুনাফ মঈন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সুষ্ঠুভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়ক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কার কাজে ও আধুনিকায়নে সহযোগিতা করার জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং রহিম আফরোজের কোর নলেজ লিমিটেডকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তারা ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ^বিদ্যালয়
ঢাকা বিশ^বিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দফতর, শ্রেণিকক্ষ সংস্কার এবং আধুনিকায়নের প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হওয়ায় এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৬ জুন ২০১৬ সোমবার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দফতর ও শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ^বিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দফতর, শ্রেণিকক্ষ সংস্কার এবং আধুনিকায়নের প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হওয়ায় এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৬ জুন ২০১৬ সোমবার অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দফতর ও শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। ছবিতে উপাচার্যকে উদ্বোধনী বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)