বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আজ ৩১ মে ২০১৬ মঙ্গলবার উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট (স্যাম)-এর নেতৃবৃন্দ উপাচার্যের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, স্যাম-এর সহ-সভাপতি লে: জেনারেল (অব:) আবদুল হাফিজ এবং দ্যা রিপোর্ট ২৪ ডট কম এর সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে স্যাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি, মধুর ক্যান্টিন হয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসে শেষ হয়।
----------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আজ ৩১ মে ২০১৬ মঙ্গলবার উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে সোসাইটি ফর এন্টি এডিকশন মুভমেন্ট (স্যাম)-এর নেতৃবৃন্দ উপাচার্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। (ছবি: ঢাবি জনসংযোগ)