আগামী ১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা, ২৫ মে ২০১৬ বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে সকাল ৬:১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রী-ছাত্রীরা কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন এবং সেখান থেকে সকাল ৬:৩০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির মাজারে গমন করবেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মাজার প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘নজরুল গবেষণা কেন্দ্র’র আয়োজনে ১১৭তম ‘নজরুল জন্মবার্ষিকী’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে ‘নজরুলের প্রাসঙ্গিকতা’ শিরোনামে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন এমিরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌমিত্র শেখর।
এছাড়া, ‘নজরুল জন্মবার্ষিকী’ উপলক্ষ্যে আবু রায়হান বিরুনী ফাউÐেশন (এআরবিএফ) আগামীকাল ২৪ মে ২০১৬ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনের কনফারেন্স হলে এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরানের যাবল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মূসা বহলোলি। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাঈয়েদ মূসা হোসেইনি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও মানব বিজ্ঞান অনুষদের গবেষণা বিভাগের ডেপুটি ডিন অধ্যাপক হাসান কারিমিয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়