ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দু’দিনব্যাপী ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা প্রশিক্ষণ কোর্স’ আজ ২০ মে ২০১৬ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন।
মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের জন্য মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রশিক্ষণ কর্মসূচীর কার্যকর সফলতা কামনা করেন। মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব, ছাত্র-শিক্ষক-কৃষক-শ্রমিক এবং সাংস্কৃতিক সংগঠক-কর্মীদের এমনকি শরণার্থীদেরও ভূমিকা ছিল বলে উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের উপকরণের বিভিন্ন দিক আছে, বলে তিনি বলেন, জাতীয় ক্ষেত্র ছাড়াও আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন দেশের ভূমিকা, প্রবাসীদের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা সম্পর্কে জানবার উপকরণ আছে নানা মাত্রায়। বিভিন্ন রাজনৈতিক বিভাজনের মধ্যেও সার্বজনীন অংশগ্রহণের মধ্যে দিয়েই সংগঠিত হয়েছে মুক্তিযুদ্ধ। অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাঙালি জাতি-ধর্ম-সম্প্রদায় সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের নেতৃত্ব নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হয়েছিল-এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জনসাধারণের সমর্থন নিয়ে জাতিকে নেতৃত্ব দিয়েছেন পর্যায়ক্রমে। বিশেষত ছয় দফা আন্দোলনের আবেদন, সত্তরের নির্বাচনে এই জনসমর্থন নিয়েই মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্জন। পরিশেষে কর্মসূচীর উদ্বোধন করে অধ্যাপক আনিসুজ্জামান প্রশিক্ষণার্থীদের অভিনন্দন ও প্রশিক্ষকদের ধন্যবাদ জানান। হাতে-কলমে গবেষণা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করার মধ্য দিেেয় প্রশিক্ষণ কর্মসূচীর সাফল্য কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, উদ্বোধক অধ্যাপক আনিসুজ্জামান মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ বিনির্মাণে তাঁর ভূমিকা প্রসংশনীয়। তিনি মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, তথ্য ও উপাত্ত ইতিহাস নয়। তথ্য ও উপাত্ত দিয়ে যথার্থ ইতিহাস তৈরি করতে হবে। প্রশিক্ষণার্থীরা এ থেকে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষকরা হলেন- মেজর (অব:) অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম বীর উত্তম, অধ্যাপক ড. শরীফ উদ্দীন আহমেদ, অধ্যাপক ড. মুনতাসীর মামুন, অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, অধ্যাপক ড. মেসবাহ কামাল, অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ড. আকসাদুল আলম, জনাব মুফিদুল হক, জনাব আফসান চৌধুরী, প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল ২১ মে ২০১৬ শনিবার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে দু’দিনব্যাপী ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ গবেষণা প্রশিক্ষণ কোর্স’ আজ ২০ মে ২০১৬ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। ছবিতে ড. আনিসুজ্জামানকে প্রধান অতিথির বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)