ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আনিসুর রহমান-এর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল ১৩ মে ২০১৬ শুক্রবার রাতে এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠায় তাঁর বিশেষ অবদান ছিল। তিনি মনোবিজ্ঞান এবং চিকিৎসা মনোবিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বিশেষজ্ঞতার পরিচয় রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। অধ্যাপক আনিসুর রহমান অবসর গ্রহণের পরও বিভাগের নানা উন্নয়নমূলক কর্মকাÐের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।
উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আনিসুর রহমান গতকাল ১৩ মে ২০১৬ শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়