আজ ১১ মে ২০১৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক এম এ মমিনের দু’টি জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ সকালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন। পরে বাদ যোহর তাঁর দ্বিতীয় জানাজা কেন্দ্রীয় মসজিদুল জামিয়ায় অনুষ্ঠিত হয়। ।
প্রাক্তন অধ্যাপক এম এ মমিন-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক এম এ মমিন ছিলেন একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক। সমাজকল্যাণ শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে তাঁর শিক্ষকতা জীবনে যে মেধা ও আন্তরিকতার স্বাক্ষর রেখে গেছেন তা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক এম এ মমিনের জন্ম ১৯৩৩ সালের ২ ফেব্রæয়ারি। তিনি ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে ১৯৭৩ সালের ৯ ফেব্রæয়ারি থেকে ২ জুলাই দায়িত্ব পালন করেন। পরিচালক হিসেবে ৪ আগস্ট ১৯৮৮ থেকে ৩ আগস্ট ১৯৯১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণ করেন ১৯৯৩ সালের ৩০ জুন। পরবর্তীতে অধ্যাপক এম এ মমিন ইনস্টিটিউটে ১৯৯৩ সালের ৩০ জুন থেকে ১৯৯৮ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিয়োগ পান। তিনি সবশেষ ২০১৫ সালের ১ আগস্ট পর্যন্ত ইনস্টিটিউটে অনারারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গতকাল ১০ মে ২০১৬ মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১১ মে ২০১৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক এম এ মমিনের দু’টি জানাজা সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ সকালে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)