ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র জন্ম এবং মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বক্তৃতা-২০১৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ ৪ মে ২০১৬ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে “সংকট মোকাবেলায় সাতিহ্য” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ এবং “মুহম্মদ শহীদুল্লাহ্র লোকসাহিত্য ও ফোকলোর-ভাবনা” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।
উল্লেখ্য, গতকাল ৩ মে ২০১৬ মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ দু’দিনব্যাপী ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বক্তৃতা-২০১৫’ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. বেগম আকতার কামাল। এতে “কাজী নজরুল ইসলাম ও ত্রি-মহাদেশীয় সাহিত্যতত্ত¡” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন যুক্তরাষ্ট্রের গ্রান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির লিবারেল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আজফার হোসেন এবং “শরৎচন্দ্র ও সামন্তবাদ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র জন্ম এবং মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্মারক বক্তৃতা-২০১৫’ এর সমাপনী অনুষ্ঠান আজ ৪ মে ২০১৬ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এতে সভাপতিত্ব। (ছবি: ঢাবি জনসংযোগ)