বিশিষ্ট সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খন্ডকালীন শিক্ষক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহফুজুল হক খান আজ ২৬ এপ্রিল ২০১৬ মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মাহফুজুল হক খান বাংলাদেশ অবজারভারের বার্তা সম্পাদক হিসেবে বেশ সুনাম অর্জন করেন। সর্বশেষ তিনি দৈনিক প্রথম আলোতেও কাজ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, মাহফুজুল হক খান ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান সাংবাদিক। তাঁর মৃত্যুতে দেশ একজন কর্তব্যনিষ্ঠ সাংবাদিককে হারালো, একই সাথে এ পেশায় নিয়োজিত অন্যরা হারালো তাদের একজন অভিভাবক। সাংবাদিকতা শিক্ষায় নিষ্ঠাবান শিক্ষক, সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সাংবাদিকতা পেশাকে দায়িত্বশীল জীবিকারূপে প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মাহফুজুল হক খানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মাহফুজুল হক খানের জন্ম বরিশাল জেলায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী লীগ থেকে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন।
আজ বাদ আসর লালমাটিয়া এফ বøকে বিবি মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়