ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান গতকাল ২৫ এপ্রিল ২০১৬ সোমবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “জহির রায়হান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ্যাওয়ার্ড” সহ উৎসবে বিজয়ী অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ বছর বাংলাদেশসহ ২৬টি দেশের ৮৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির প্রাক্তন সভাপতি মইনউদ্দিন খালেদ, প্রাক্তন সাধারণ সম্পাদক বিপ্লব মুস্তাফিজ এবং পরিচালক হাফিজুর রহমান টিটো উৎসবের প্যানেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ২০১৬ রবিবার দুই দিনের এই উৎসব শুরু হয়েছিল।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান গতকাল ২৫ এপ্রিল ২০১৬ সোমবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “জহির রায়হান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ্যাওয়ার্ড” সহ উৎসবে বিজয়ী অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ছবিতে উপাচার্যের সাথে পুরস্কারপ্রাপ্তদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান গতকাল ২৫ এপ্রিল ২০১৬ সোমবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে “জহির রায়হান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ্যাওয়ার্ড” সহ উৎসবে বিজয়ী অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)