ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সংস্কারকৃত সার্ভিস কাউন্টার আজ ২০ এপ্রিল ২০১৬ বুধবার উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সার্ভিস কাউন্টার উদ্বোধন করেন। পরে উপাচার্য গ্রন্থাগারের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ, আর্থ এন্ড এনভায়রণমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং গ্রন্থাগারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে “ÒDigitization of Handwritten Manuscripts, Old Newspaper and Rare Collection of Dhaka University Library” শীর্ষক সাব-প্রজেক্টের অধীনে ৮০টি এয়ার কন্ডিশনার স্থাপন ও সার্ভিস কাউন্টার সংস্কার করা হয়েছে।
--------------------
(মাহমুদ আলম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়