ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ১০জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদানের লক্ষ্যে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই সমিতি’ ১১ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছে। আজ ৩ এপ্রিল ২০১৬ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক বিভাগের এলুমনাই সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হাফিজা খাতুন, এলুমনাই সমিতির সভাপতি এ কে বি দ্বীন মোহম্মদ খান, সহ-সভাপতি খন্দকার আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল সালেক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ আলী আকন্দ, যুগ্ম সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুন নাহার, সদস্য মির্জা গোলাম হোসেন, মেজবাহুর রহমান টিপু ও শরিফা সুলতানা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভূগোল ও পরিবেশ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের জন্যে ট্রাস্ট ফান্ড গঠনের উদ্দেশ্যে অনুদান প্রদানের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই সমিতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে উৎসাহিত হবে এবং লেখাপড়ায় আরও মনোযোগী হবে। এই অনুদান বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি বিভাগের অবকাঠামো উন্নয়নে অবদান রাখার জন্য অ্যালামনাইদের প্রতি আহŸান জানান।
---------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের ১০জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদানের লক্ষ্যে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই সমিতি’ ১১ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছে। আজ ৩ এপ্রিল ২০১৬ রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এই চেক বিভাগের এলুমনাই সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হাফিজা খাতুন, সমিতির সভাপতি এ কে বি দ্বীন মোহম্মদ খান, সাধারণ সম্পাদক আব্দুল সালেকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)