ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘বাংলা ভাষার বানান সংস্কার: উপযোগিতা ও স্বচ্ছতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাষা বিভাগের অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. দুলাল কান্তি ভৌমিক এবং ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মাধবী রাণী চন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রবন্ধকারকে ধন্যবাদ জানান। বাংলা ভাষার সংস্কার বিষয়ে গুরুত্বারোপ করে সকলকে সঠিকভাবে বাংলা বানান অনুসরণের জন্য তিনি আহŸান জানান।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘বাংলা ভাষার বানান সংস্কার: উপযোগিতা ও স্বচ্ছতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সভাপতি ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাষা বিভাগের অধ্যাপক ড. নিখিল রঞ্জন বিশ্বাস। (ছবি: ঢাবি জনসংযোগ)