‘নারী-পুরুষের অঙ্গীকারে গড়ে তুলি সমতার বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘আমরাই পারি’ সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল ৭ মার্চ ২০১৬ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নারী দিবসের সূচনা লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে আঁধার ভাঙার শপথে মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশ অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন নারী উন্নয়নের মডেল। দেশের উন্নয়নে নারীর অবদান প্রমাণ করে তাদের সুযোগ দিলে তারা পারবে। অন্ধকার সরিয়ে আমরা আলোর দিকে যাচ্ছি। তাই নারীকে সাংবিধানিকভাবে অধিকার প্রতিষ্ঠা করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নারীকে অন্ধকারের ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না। ঘরে-বাইরে কোথাও যেন নারীকে অন্ধকার ক্ষতিগ্রস্ত করতে না পারে। আলো সবার অধিকার। তাই প্রতিবছর আমরা আলো জ্বালিয়ে নারী দিবসকে গ্রহণ করি। উপাচার্য বলেন, কুসংস্কার ও সাম্প্রদায়িকতাকে দূরে রেখে বাংলাদেশের নারীদের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও ছাত্রী হলের শিক্ষার্থীরা অংশ নেন। রাত ১০টায় ¯েøাগান ও গণসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ‘আমরাই পারি’ সংগঠনের চেয়ারপার্সন সুলতানা কামাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি এম কুলেনারে, সুইডেনের রাষ্ট্রদূত জোহার ফ্রিসেল প্রমুখ।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘আমরাই পারি’ সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল ৭ মার্চ ২০১৬ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নারী দিবসের সূচনা লগ্নে কেন্দ্রীয় শহীদ মিনারে আঁধার ভাঙার শপথে মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি : ঢাবি জনসংযোগ)