ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট চিত্রপরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৭ মার্চ ২০১৬ সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, বাংলাদেশের চিত্রশিল্পের অনন্যসাধারণ ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। তাঁর মর্মান্তিক অকাল মৃত্যুতে বাংলাদেশের চিত্রাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। উপাচার্য প্রয়াত শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ ৭ মার্চ ২০১৬ সোমবার দুপুরে ধানমন্ডি এলাকায় মাথায় গাছ পড়ে চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে কৃতিত্বের সাথে এমএফএ পাশ করেন। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’। প্রথম ছবিই তাঁকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার’ লাভ করেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়