ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শাহাবুল আলম-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ ৭ মার্চ ২০১৬ সোমবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, তিনি একজন মেধাবী শিক্ষক ছিলেন। তাঁর অবদান বিশ্ববিদ্যালয় স্মরণ রাখবে। পদার্থ বিজ্ঞানের শিক্ষক হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ সুনাম অর্জন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।
উপাচার্য ড. মো: শাহাবুল আলমের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ড. মো: শাহাবুল আলম ১৯৭৬ সালের ৫ জানুয়ারী ফরিদপুর জেলার আলফাডাঙ্গার গোপালপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স এবং ১৯৯৯ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি শিক্ষাজীবনের সকল পর্যায়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ড. মো: শাহাবুল ২০০৬ সালে আরলেনজেন নূরেনবার্গ ইউনির্ভাসিটি থেকে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন।
ড. মো: শাহাবুল আলম ২০০২ সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন, ২০০৬ সালের নভেম্বর মাসে সহকারী অধ্যাপক এবং ২০১১ সালের মার্চ মাসে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওমান বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। ড. মো: শাহাবুল আলম ১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩০ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে কিংস সাউথ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছিলেন।
উল্লেখ্য, ড. মো: শাহাবুল আলম গতকাল ৬ মার্চ ২০১৬ রবিবার দিবাগত রাতে সৌদি আরবের কিং সৌদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়