আজ ২৮ ফেব্রæয়ারি ২০১৬ রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগকে বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক-এর ইনফো-সরকার প্রকল্পের আওতায় ল্যাপটপ ও প্রজেক্টর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নিকট হস্তান্তর করা হয়। উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনফো-সরকার প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম এসময় উপাচার্যের নিকট ১০টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর প্রদান করেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিকতা প্রকাশ করে কম্পিউটার ও প্রজেক্টর হস্তান্তর করার জন্য মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। উপাচার্য বলেন, এতে নতুন বিভাগ হিসেবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। এই বিশ্ববিদ্যায়ের ছাত্র-ছাত্রীরা অত্যন্ত মেধাবী, তারা আরও অধিক সুযোগ-সুবিধা পেলে সমাজে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারবে। উপাচার্য মন্ত্রণালয়ের এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও প্রযুক্তি ও কারিগরী সহায়তা প্রদান করার জন্য আহŸান জানান। উপাচার্য প্রয়োজনে যৌথ কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যারয়
আজ ২৮ ফেব্রæয়ারি ২০১৬ রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক-এর ইনফো-সরকার প্রকল্পের আওতায় ল্যাপটপ ও প্রজেক্টর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নিকট হস্তান্তর করা হয়। উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনফো-সরকার প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম এসময় উপাচার্যের নিকট ১০টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর প্রদান করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)