বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ঢাবি উপাচার্য
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক
আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শত বছর পূর্তির প্রাক্কালে বিগত ৯৪ বছরের এ বিশ্ববিদ্যালয়ের অর্জন ও ব্যর্থতার পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ইতিহাস বিভাগ এবং জার্মানিভিত্তিক গবেষণা সংস্থা ফ্রেডরিক এবার্ট স্টিফটুংয়ের (এফইএস) যৌথ উদ্যোগে গতকাল ১ ফেব্রæয়ারি ২০১৬ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে “University of Dhaka Making Unmaking Remaking” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচনকালে প্রধান অিতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ কথা বলেন।
উপাচার্য আরও বলেন, বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও এর যা অর্জন, তা গর্ব করার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক, ইতিহাস বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ফেরদৌস আজিম এবং এফইএসের কর্মসূচি সমন্বয়ক সাধন কুমার দাসসহ প্রকাশিত গ্রন্থের সম্পাদকবৃন্দ।
উল্লেখ্য, গ্রন্থটি যৌথভাবে সম্পাদনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেখার ইকবাল। বইটির ১৪টি নিবন্ধে লেখকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা দিক তুলে ধরেছেন। বইটিতে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম, ছাত্র-শিক্ষক সম্পর্ক, ছাত্র আন্দোলন, সুশাসনসহ নানা বিষয়।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ০১ ফেব্রæয়ারি ২০১৬ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে “University of Dhaka Making Unmaking Remaking” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় গ্রন্থের সম্পাদক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং ইখতেখার ইকবালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)