ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ ২৪ জানুয়ারি ২০১৬ রবিবার অপরাহ্নে জগন্নাথ হল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমা শাহীন, হলের হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় রোকেয়া হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
রোকেয়া হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী শরমিতা আহমেদ লিয়া এবং যোগাযোগ বৈকল্য বিভাগের এম ফিলের ছাত্রী খাদিজা পারভীন যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া, ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী লাবনী ইসলাম চুমকী রানার্স-আপ হয়েছেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
(১) আজ ২৪ জানুয়ারি ২০১৬ রবিবার অপরাহ্নে জগন্নাথ হল খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ছবিতে প্রো-উপাচার্যকে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
(২) আজ ২৪ জানুয়ারি ২০১৬ রবিবার সকাল ৯টায় জগন্নাথ হল খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ৫৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে খেলোয়াড়দের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)