মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর আইন অনুষদের ডিন ড. যোহান সামসুদ্দিন বিন দাতো’জ এবং ডেপুটি ডিন নরবানি মুহম্মেদ নাজেরী আজ ২২ জানুয়ারি ২০১৬ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর বাস ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের সুশাসন, বিচার ব্যবস্থা ও আইন শিক্ষা বিষয়ে তারা মত বিনিময় করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব মালয়-এর মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের আইন-শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
--------------
পরিচালক (পরিচালক)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়-এর আইন অনুষদের ডিন ড. যোহান সামসুদ্দিন বিন দাতো’জ এবং ডেপুটি ডিন নরবানি মুহম্মেদ নাজেরী আজ ২২ জানুয়ারি ২০১৬ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর বাস ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)