ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অনারারি অধ্যাপক ড. এ কিউ ফজলুল ওয়াহিদ-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ ২০ জানুয়ারি ২০১৬ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ফজলুল ওয়াহিদ ছিলেন একজন মেধাবী ও নিষ্ঠাবান শিক্ষক। দর্শন বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। শিক্ষকতা, জ্ঞানচর্চা ও সামাজিক-রাজনৈতিক দর্শনের উপর তিনি কাজ করে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন চর্চা ও গবেষণা বিষয়ে তিনি যে অনন্য অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক ফজলুল ওয়াহিদের জন্ম ১৯৪৭ সালে সাতক্ষীরা জেলায়। তিনি ১৯৬২ সালে এসএসসি, ১৯৬৪ সালে এইচএসসি ও ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ¯œাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৬৮ সালে একই বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে ১৯৬৯ সালের ডিসেম্বর মাসে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৭ সালের এপ্রিল মাসে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। অবসর গ্রহণ করলেও মৃত্যুর পূর্ব পর্যন্ত বিভাগে অনারারি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন। ‘মওলানা আজাদ ও তাঁর ইসলামতত্ত¡ : গবেষণা সমীক্ষা’ ছিল তাঁর সর্বশেষ গবেষণাকর্ম। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিভাগের চেয়ারম্যান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের গোবিন্দ দেব গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ২০১৬ সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়