আজ ১৫ জানুয়ারি ২০১৬ শুক্রবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মুবিনা খোন্দকার, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফারসি বিভাগের ছাত্রী আছিয়া আক্তার। রানার্স আপ হয়েছেন বাংলা বিভাগের ছাত্রী আমিনা আক্তার। এছাড়া, হলের আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা’২০১৬ তে চ্যাম্পিয়ন হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ফাতিমা ফারহানা এবং রানার্স আপ হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী নাদরাতুন নাঈম নিশাত।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১৫ জানুয়ারি ২০১৬ শুক্রবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৬ এর পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে উপাচার্যের সাথে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)
আজ ১৫ জানুয়ারি ২০১৬ শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। (ছবি : ঢাবি জনসংযোগ)