আজ ১৬ জানুয়ারি ২০১৬ শনিবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মো: হারুনুর রশিদ, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের এমএস শেষ বর্ষের ছাত্র মো: ইরফান। রানার আপ হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ, গণিত বিভাগের ২য় বর্ষের ছাত্র মো: রওনোক ইসলাম এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো: আরাফাত হোসেন।
এর আগে সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস্ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১৬ জানুয়ারি ২০১৬ শনিবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৬ এর পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন। ছবিতে কোষাধ্যক্ষের সাথে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের দেখা যাচ্ছে।
(ছবি : ঢাবি জনসংযোগ)
আজ ১৬ জানুয়ারি ২০১৬ শনিবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রো-উপাচার্য (প্রশাসন) ও স্পোর্টস্ বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হারুনুর রশিদ, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। (ছবি : ঢাবি জনসংযোগ)