আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে “উচ্চশিক্ষায় কৌশলগত ব্যবস্থাপনা ও কার্যকর নেতৃত্ব” শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সুপারিশমালা আজ ১৩ জানুয়ারি ২০১৬ বুধবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ উপস্থাপন করেন। এসময় এআইবিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম এম মাতবর উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “উচ্চশিক্ষায় কৌশলগত ব্যবস্থাপনা ও কার্যকর নেতৃত্ব” শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুপারিশমালায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, এসব প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের গবেষণা ও শিক্ষাদান পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ প্রদান, গবেষণালব্ধ জ্ঞানের নিয়মিত প্রকাশনা, মানসম্মত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের বেতন ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক স্কলারদের সঙ্গে শিক্ষকদের ফলপ্রসূ যোগাযোগ রক্ষা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে আরো শক্তিশালী করার প্রস্তাব করা হয়।
এক প্রশ্নের উত্তরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। তবে এক্ষেত্রে আরও উন্নতি করার সুযোগ রয়েছে। বিশ্বমানের গ্র্যাজুয়েট হিসাবে গড়ে ওঠার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহŸান জানিয়ে বলেন, তাদের আন্তর্জাতিক পরিমÐলেও মেধার স্বাক্ষর রাখতে হবে। বহির্বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি গ্র্যাজুয়েটদের প্রতি আহŸান জানান।
-------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে “উচ্চশিক্ষায় কৌশলগত ব্যবস্থাপনা ও কার্যকর নেতৃত্ব” শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের সুপারিশমালা আজ ১৩ জানুয়ারি ২০১৬ বুধবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ উপস্থাপন করেন। এসময় এআইবিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম এম মাতবর উপস্থিত ছিলেন।