আজ ১২ জানুয়ারি ২০১৬ মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। হল প্রভোস্ট অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন করে বলেন, বিশ্ববিদ্যালয় পাঠ বহির্ভূত কার্যক্রমে খেলাধূলা ও শরীর চর্চার গুরুত্ব পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠার সাথে নিবিড়ভাবে জড়িত। বিশেষভাবে আজকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে মানসিক সুস্থতা অপরিহার্য। বিজয় একাত্তর হলের ছাত্রদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, তোমাদের হলের সাথে জড়িয়ে আছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা। তাই হলের মর্যাদাকে তোমরা অক্ষুন্ন রাখবে। একাত্তরের চেতনা, একাত্তরের বিজয় গাঁথা জানার এবং জানানোর দায়িত্ব এই হলের শিক্ষার্থীদের। এই হলের ছাত্ররা বিজয়ের গৌরব আর একাত্তরের চেতনা নিয়ে ছাত্র জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এগিয়ে যাবে, ছড়িয়ে দেবে বিজয়ের বার্তা। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন এই হলের ছাত্ররা সকল ক্ষেত্রে বিজয়ী হবে।
অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন দর্শন বিভাগের ছাত্র মো. জামিনুল হক এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ছাত্র আল-শাহরিয়ার মেহেদি। যুগ্ম রানার্স আপ হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. তৌহিদুর রহমান এবং দর্শন বিভাগের ছাত্র মো. ফখরুল হাসান।
------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১২ জানুয়ারি ২০১৬ মঙ্গলবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৬ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি : ঢাবি জনসংযোগ)
আজ ১২ জানুয়ারি ২০১৬ মঙ্গলবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ছবিতে প্রো-উপাচার্যের সাথে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)