আজ ১১ জানুয়ারি ২০১৬ সোমবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ. রহমান হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উপাচার্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে দরকার মানসিক সুস্থতা। তাই শারীরিক শিক্ষা, শরীর চর্চা, খেলার মাঠে উপস্থিত হওয়া নিজেকে গড়ে তোলার জন্যই আবশ্যক। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আজ প্রতিটি ক্ষেত্রে রয়েছে প্রতিযোগিতা, জীবনের প্রতিদিনের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হলে তোমাদের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, নিজের উপর আস্থা না থাকলে জীবনে সফলতা পাওয়া যায়না।
অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১১ জানুয়ারি ২০১৬ সোমবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ. রহমান হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৬ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। (ছবি : ঢাবি জনসংযোগ)
আজ ১১ জানুয়ারি ২০১৬ সোমবার অপরাহ্নে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ. রহমান হলের বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ছবিতে প্রো-উপাচার্যের সাথে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের দেখা যাচ্ছে। (ছবি : ঢাবি জনসংযোগ)