বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব হোসেনের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৪ জানুয়ারি ২০১৫ সোমবার এক শোক বাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মাহবুব হোসেন কৃষি অর্থনীতি বিষয়ক গবেষণা ও কৃষির উন্নয়নে উদ্ভাবনী ভূমিকার জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। কৃষি খাতে অসামান্য অবদান রাখায় তিনি ১৯৮৪ সালে ‘বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্ট অ্যাসোসিয়েশন’ থেকে স্বর্ণপদক লাভ করেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উন্নয়ন গবেষণায় কাজ করে তিনি দেশে-বিদেশে উন্নয়ন অর্থনীতিবিদ হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তাঁর মৃত্যুতে দেশের অর্থনীতি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। অধ্যাপক ড. মাহবুব কৃষিতে এবং উন্নয়ন অর্থনীতিতে তাঁর বহুমুখী অবদানের জন্য এদেশের অর্থনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।’ উপাচার্য মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অ্যধাপক ড. মাহবুব হোসেন ১৯৪৫ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মাহবুব হোসেন আজ ৪ জানুয়ারি ২০১৫ সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়