ভারতের গোয়াস্থ সিএসআইআর- ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি’র প্রধান বিজ্ঞানী ড. এন রামাইয়াহ আজ ২১ ডিসেম্বর ২০১৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাবি সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি’র মধ্যে চলমান সমুদ্রবিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। ভারতীয় সমুদ্রবিজ্ঞানী ড. রামাইয়াহ ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে আগামী তিন সপ্তাহ মাস্টার্স শিক্ষার্থীদের সামুদ্রিক জীববিদ্যা বিষয়ে শিক্ষা প্রদান করবেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে প্রথমবার এক মাসের জন্য ড. রামাইয়াহ ভিজিটিং প্রফেসর হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগে দায়িত্ব পালন করেন।
----------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ভারতের গোয়াস্থ সিএসআইআর- ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি’র প্রধান বিজ্ঞানী ড. এন রামাইয়াহ আজ ২১ ডিসেম্বর ২০১৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। (ছবি : ঢাবি জনসংযোগ)