ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘৭ম জাতীয় ¯œাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব আজ ১১ ডিসেম্বর ২০১৫ শুক্রবার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকালে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় ৭ম জাতীয় ¯œাতক গণিত অলিম্পিয়াডের আহŸায়ক অধ্যাপক ড. মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গণিতের ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে বর্ণনা করে বলেন, অন্য ভাষা শেখার আগে সকলকে গণিতের ভাষা শিখতে হবে। বিশ্বাঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি গণিতে পারদর্শিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ৭১’-এর গণহত্যার চিত্র তুলে ধরতেও গণিতের প্রয়োজন।
উল্লেখ্য, নতুন প্রজন্মের কাছে গণিতকে জনপ্রিয় করার লক্ষ্যে দেশব্যাপী এই গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। দেশের ৬টি বিভাগের অঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত মোট ৬৫জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। অলিম্পিয়াড শেষে বিকালে চূড়ান্ত পর্বের বিজয়ী সেরা ১০জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
----------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাপশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আজ ১১ ডিসেম্বর ২০১৫ শুক্রবার সকালে এ এফ মুজিবুর রহমান গণিত ভবন চত্বরে ৭ম জাতীয় ¯œাতক গণিত অলিম্পিয়াড’-এর উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগ এই অলিম্পিয়াডের আয়োজন করে। (ছবি: ঢাবি জনসংযোগ)