বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৯০জন শিক্ষার্থী “ইবিএল-ডিইউএএ বৃত্তি” লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গত ৩০ নভেম্বর ২০১৫ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক লিঃ (ইবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মেধার সঙ্গে দেশপ্রেম, মূল্যবোধ ও সততার সংমিশ্রণ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ প্রজন্মকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের জীবনে জ্ঞানের আলো জ্বালাতে হবে। জ্ঞানের যথাযথ ব্যবহার করতে হবে। যদি এর অপব্যবহার করি তাহলে এক সময় আমরা হোঁচট খাবো। তিনি বলেন, প্রকাশ্যে জ্ঞানের প্রকাশ ঘটাতে হবে। এটা গোপন রাখার জিনিস নয়। ছাত্রদের উচিত জ্ঞানের যথাযথ প্রকাশ ঘটানো। আমাদের প্রত্যেকের উচিত গোটা বিশ্বকে অনেক গভীর থেকে জানা। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় ইস্টার্ন ব্যাংক লিঃ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান বাড়াতে গবেষণার বিকল্প নেই। আর এই গবেষণার মাধ্যমেই আমাদেরকে বিশ্বে স্থান করে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি একটি দেশ সৃষ্টিতে অবদান রেখেছে। দেশ গড়ার কাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়