প্রবীণ সাংবাদিক শওকত আনোয়ার-এর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল ২৯ নভেম্বর ২০১৫ রবিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে জাতি এক নির্ভীক ও নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারালো। তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র একজন সংগঠক ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক অনুসারী হিসেবে ক্রান্তিকালীন সময়ে বঙ্গবন্ধু পরিষদ গঠনে অগ্রনি ভূমিকা পালন করেছেন তিনি। শিশুদের কল্যাণে তাঁর অবদান এবং বাঙালি জাতিয়তাবাদী চেতনা বিকাশে তাঁর কর্মোদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।
উপাচার্য সাংবাদিক শওকত আনোয়ারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব শওকত আনোয়ার দৈনিক পাকিস্তানে তাঁর কর্মজীবন শুরু করেন। দৈনিক পাকিস্তান মুক্তিযুদ্ধের পর দৈনিক বাংলায় রূপান্তরিত হলে বিলুপ্তি পর্যন্ত এই সংবাদপত্রেই ছিলেন তিনি। রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করার পর চিফ রিপোর্টার হন। পরবর্তীতে তিনি দৈনিক মাতৃভূমি পত্রিকায়ও উচ্চতর পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, শওকত আনোয়ার গতকাল ২৯ নভেম্বর ২০১৫ রবিবার মস্তিষ্ক রক্তক্ষরণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়