ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের এমএস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম-এর ১১তম ব্যাচের ভর্তি পরীক্ষা গতকাল ২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার বিকেলে সায়েন্স এ্যানেক্স ভবনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে কোর্স সমন্বায়ক অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, বিভাগের অধ্যাপক ড. মো: আবদুর রব এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত ভর্তি পরীক্ষায় ৬০টি আসনের জন্য মোট ২৫৫জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
--------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের এমএস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম-এর ১১তম ব্যাচের ভর্তি পরীক্ষা গতকাল ২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার বিকেলে সায়েন্স এ্যানেক্স ভবনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কোর্স সমন্বায়ক অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং বিভাগের অধ্যাপক ড. মো: আবদুর রব। (ছবি : ঢাবি জনসংযোগ)