“যৌন হয়রানি, নিপীড়ন ও সব ধরনের সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন চাই” প্রতিপাদ্য নিয়ে ‘নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ মাস নভেম্বর ২০১৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০১৫’ উপলক্ষে আয়োজিত র্যালি উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে গতকাল ২৫ নভেম্বর ২০১৫ বুধবার সকালে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজসহ বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একবিংশ শতাব্দীর এ সময়ে যদি শুধুমাত্র নারী হওয়ার কারণে আমাদের নির্যাতিত হতে হয় তবে তা সত্যিই বেদনাদায়ক এবং উদ্বেগের বিষয়। আমরা যে নারী-পুরুষের বৈষম্যহীন সমাজ গড়ার প্রচেষ্টা করছি তার শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেককে নিজেদের বিবেক জাগ্রত করতে হবে। তবে এটাই সত্য যে আলোর পাশে অন্ধকার থাকবেই। সেই অন্ধকারকে দু’হাতে সরিয়ে ফেলতে পারলে মানুষের বিবেক জাগ্রত হবে এবং পরিবারকে নারীর জন্য সুরক্ষিত স্থান হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি সম্মিলিতভাবে প্রতিরোধের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়