বীর মুক্তিযোদ্ধা গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে উপাচার্য বলেন, গোলাম আকবর চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য ছিলেন। বঙ্গবন্ধুর একান্ত অনুসারী গোলাম আকবর প্রগতিশীল ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলনে তাঁর বিশেষ ভূমিকা ছিল, তাঁরই নেতৃত্বে চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো।
উল্লেখ্য, গোলাম আকবর চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় আজ ২৩ নভেম্বর ২০১৫ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী।
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়