ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো আয়োজিত দু’দিনব্যাপী ‘Training on Effective Influencing & Negotiation Skill Development 2015’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ ২০ নভেম্বর ২০১৫ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র চেয়ারম্যান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন’ (FAO)-এর বাংলাদেশস্থ প্রতিনিধি মাইক রবসন। অনুষ্ঠান সঞ্চালন করেন অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র পরিচালক অধ্যাপক ড. শফিক উজ জামান।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বলেন, প্রশিক্ষণার্থীরা তাদের পেশাগত ও ব্যক্তি জীবনে অর্জিত দক্ষতা প্রয়োগ করবে। এর ফলে দেশ ও সামাজিক উন্নয়নে তাদের মেধার ব্যবহারিক প্রভাব সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে পারবে।
কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল ২১ নভেম্বর ২০১৫ শনিবার সন্ধ্যায়।
-------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো আয়োজিত দু’দিনব্যাপী ‘Training on Effective Influencing & Negotiation Skill Development 2015’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ ২০ নভেম্বর ২০১৫ শুক্রবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনৈতিক গবেষণা ব্যুরো’র চেয়ারম্যান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO)-এর বাংলাদেশস্থ প্রতিনিধি মাইক রবসন। (ছবি: ঢাবি জনসংযোগ)