ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী সংগীত উৎসব গতকাল ১৭ নভেম্বর ২০১৫ মঙ্গলবার শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘উৎসব র্যালি’ বের করা হয়। সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. মহসিনা আক্তার খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক কুহেলী ইসলাম।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি সুস্থ সমাজ গঠনে ঘরে ঘরে সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ শুধু রাজনীতির মাধ্যমে প্রতিহত করা সম্ভব নয়। এজন্য সাংস্কৃতিকবোধ সম্পন্ন জাতি গঠন জরুরী। শিশুদের সংস্কৃতি বিষয়ে আগ্রহী করে তোলার ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালনের জন্য তিনি অভিভাবকদের প্রতি আহŸান জানান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক চর্চা বাড়াতে সরকার পৃষ্ঠপোষকতা প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিকমানের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ঢাকাকে অচিরেই দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসাবে গড়ে তোলা হবে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বাঙালি সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য শিল্পী, কলা-কুশলীদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমেই সুস্থ জাতি গঠন করা সম্ভব। তিনি প্যারিসের সাম্প্রতিক হত্যাকান্ডের ঘটনা তুলে ধরে বলেন, মানবিকবোধ শূণ্য অমানুষরাই এ ধরণের নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে। তিনি সাংস্কৃতিকবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহŸান জানান।
উল্লেখ্য, এ বছর উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশের চলচ্চিত্রের গান (১৯৫৬-২০১০)’। দু’দিনব্যাপী উৎসবে দেশবরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- প্রয়াত খান আতাউর রহমান, প্রয়াত সত্য সাহা, প্রয়াত সুবল দাস, রবিন ঘোষ, খন্দকার নূরুল আলম, গাজী মাজহারুল আনোয়ার, আলী হোসেন, কেজি মোস্তফা, আজাদ রহমান, আলম খান, শেখ সাদী খান, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং মুনিরুজ্জামান মুনির।
-------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে দু’দিনব্যাপী সংগীত উৎসব গতকাল ১৭ নভেম্বর ২০১৫ মঙ্গলবার শুরু হয়েছে। দু’দিনব্যাপী উৎসবে দেশবরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।