বাদ আসর অনুষ্ঠিত জানাজায় বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এবং মরহুমের অনেক গুনগ্রাহী ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। আজ সকালে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. নজরুল ইসলাম একজন মেধাবী শিক্ষক এবং মনোবিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশেষ সুনাম অর্জন করেন। তিনি মনোবিজ্ঞান বিষয় ছাড়াও সমাজ, রাজনীতি প্রসঙ্গে গ্রন্থ রচনা করেছেন। সমাজ মনোবিশ্লেষণে তাঁর প্রবন্ধ, নিবন্ধ সকলের দৃষ্টি আকৃষ্ট করেছে। তাঁর বিশেষজ্ঞতার অবদান বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে। উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দাফন গ্রামের বাড়ি সিরাজগঞ্জে সম্পন্ন করা হবে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়