ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নতুন প্রজন্মের উদ্ভিদ ও জীববিজ্ঞানীদের মানুষের কল্যাণে কাজ করার আহŸান জানিয়ে বলেছেন জৈবপ্রযুক্তি গবেষণায় কৃষিজ সম্পদের সুরক্ষা ও প্রবৃদ্ধি অর্জনে এর সুফল পৌছে দিতে হবে জনগণের দ্বারগোড়ায়। আজ ১৪ নভেম্বর ২০১৫ শনিবার সকালে বাংলাদেশ এসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়ো-টেকনোলজি (বিএপিটিসিএন্ডবি) আয়োজিত কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত এক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। বিএপিটিসিএন্ডবি-এর সভাপতি অধ্যাপক ড. এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জ্ঞানভিত্তিক এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে ১৬ কোটি মানুষের সাথে বিজ্ঞানীদের ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। উপাচার্য উদ্ভিদবিজ্ঞানী ও জৈবপ্রযুক্তিবিদদের জৈব নিরাপত্তা সৃষ্টির জন্য তাদের মেধা ও গবেষণা কার্যক্রমকে মানুষের কল্যাণে নিয়োজিত করার প্রতি গুরুত্বারোপ করেন। বিশেষত সমাজের অগ্রগতিতে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের আহŸান জানিয়ে বলেন, প্রযুক্তিগত জৈববৈজ্ঞানিক চেতনা উন্মেষের ধারণা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং গবেষণায় প্রাপ্ত সুফল পৌছে দিতে হবে জনগণের দ্বারগোড়ায়।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কৃষিক্ষেত্রে জীবপ্রযুক্তির গুরুত্বকে তুলে ধরেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়