গতকাল ৭ নভেম্বর ২০১৫ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর সভাপতিত্বে “সাত দশকের হরতাল এবং বাংলাদেশের রাজনীতি” শীর্ষক এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে ১৩ ডিসেম্বর ১৯৪৭ থেকে ৩ নভেম্বর ২০১৫ পর্যন্ত হরতাল এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কিত একটি গবেষণা মূল্যায়ন উপস্থাপন করেন দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্রে উত্তরণে হরতাল ছিল খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন হরতাল ডাকতেন তখন তিনি খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে শ্রমজীবী মানুষদের হরতালের আওতামুক্ত রাখতেন। আট ঘণ্টার বেশি একটানা হরতাল দিতেন না। কিন্তু এই হরতালকে পরবর্তী সময়ে নেতিবাচক রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করে গণতন্ত্র, উন্নয়ন এবং জাতীয় স্বার্থের ক্ষতির হাতিয়ারে পরিণত করা হয়েছে। উপাচার্য আরও বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালের শুরুর সময় পর্যন্ত মানুষ দেখেছে হরতাল-অবরোধের নামে কীভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যাসহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় হরতাল কার্যকারিতা হারিয়ে ফেলেছে। হরতালের প্রতি জনসমর্থন নেই। হরতাল দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। এ বাস্তবতা অস্বীকার করার না, তবে আগে মানুষ ঘর থেকে বের হতো না বর্তমানে হরতালকে উপেক্ষা করে ঘর ছেড়ে কাজে মনোযোগ দিচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমিনুল ইসলাম, 'সুজন' সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আফজাল হোসেন প্রমুখ।
---------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ৭ নভেম্বর ২০১৫ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর সভাপতিত্বে “সাত দশকের হরতাল এবং বাংলাদেশের রাজনীতি (১৩ ডিসেম্বর ১৯৪৭ থেকে ৩ নভেম্বর ২০১৫)” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে হরতাল এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কিত একটি গবেষণাকর্মের উপস্থাপন করেন দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সম্পাদক অজয় দাশ গুপ্ত। (ছবি : ঢাবি জনসংযোগ)