ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ০৫ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার ‘অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ’ শীর্ষক একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন ৫ (পাঁচ) লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম সরকার, অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান ও রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের বাৎসরিক বৃত্তি প্রদান করা হবে। অধ্যাপক দেলোয়ার হোসেন ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন ও রায়হানা হোসেন ট্রাস্ট ফান্ড’ এবং ‘অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন আল কোরআন গবেষণা ট্রাস্ট’ নামে দু’টি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন ১৯৩৭ সালের ২৯ জানুয়ারি গোপালগঞ্জের পাইককান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তান স্বাস্থ্য বিভাগে যোগদান করেন। তিনি যুুক্তরাজ্যের লিভারপুর ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসাবেও দায়িত্ব পালন করেন। অধ্যাপক ডা. হোসেন দেশে অনেক স্কুল, কলেজ, মাদরাসা, ক্লিনিক ও হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তিনি মিরপুর বঙ্গবন্ধু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। বিশিষ্ট সমাজ সেবক, লেখক ও জনহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমানের দাদা।
-----------------
(মাহমুদ আলম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ০৫ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার ‘অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন ট্রাস্ট ফান্ড, গোপালগঞ্জ’ শীর্ষক একটি ট্রাস্ট ফান্ড গঠনের জন্য অধ্যাপক ডা. মো: দেলোয়ার হোসেন ৫ (পাঁচ) লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের কাছে হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)