বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। গত ২ নভেম্বর ২০১৫ সোমবার বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও ‘রোকেয়া’ পদকপ্রাপ্ত অধ্যাপক বেগজাদী মাহমুদা নারী শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি ১৯৬৫ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত সিনেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক বেগজাদী মাহমুদার জন্ম ১৯২৯ সালে ফরিদপুর জেলায়। তিনি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়